Larger Size & Liquidity Advantage
ফরেক্স মার্কেটে অন্যান্য সব মার্কেটে থেকে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যায়। যেমন সব সময় liquidity আছে। এবং এই মুহূর্তে ৬ trillion এর ও বেশি পরিমান ভলিউম ট্রেড হয়ে থাকে। যেখানে স্টক মার্কেট থেকে বলতে গেলে সবচেয়ে বড় স্টক মার্কেট থেকেও ১০০ গুন বড়। ফরেক্স মার্কেটের সবচেয়ে বেশি তিনটি advantage নিচে দেওয়া হলঃ
>>Trade executions are instantaneous;
>>Price certainty is obtained with very little slippage;
>>No one entity can control or move the market.
কারন এই মার্কেটের liquidity এবং internet based platform হওয়াতে এতে কোন no exchanges, no open-outcry pits, no floor brokers নেই এমন কি এখানে ট্রেড করা যায় প্রতি মিনি second তে যা যেকোনো স্টক মার্কেট বা অন্য কোন মার্কেটে করতে পারবেন না।
নিচে একটি ছবিতে forex market, stock market & Futures এর মধ্যে পার্থক্য দেওয়া হলঃ
24-Hour Global Trading Advantage
ফরেক্স মার্কেটে আপনি ২৪ ঘণ্টা ওপেন থাকে যা অন্য কোন মার্কেটে নেই আগেই বলেছি যে ফরেক্স কোন মার্কেট না এটা সবগুলো মার্কেট নিয়ে হয় তাই এক দেশে রাত হলে অন্য দেশে দিন এবং ওই দেশের মার্কেট খোলা বলে ফরেক্স মার্কেট ওপেন হয়ে থাকে। নিচে ফরেক্স মার্কেটের বড় বড় মার্কেটের টাইম বাংলাদেশী টাইম অনুশারে দেওয়া হল।
Long/Short Flexibility: Can Profit From both Bull and Bear Markets
একমাত্র ফরেক্স মার্কেট যেখানে আপনি BUY বা SELL দুই ভাবে লাভবান হতে পারবেন। মানে ফরেক্স মার্কেট মানে হচ্ছে দুইটি মুদ্রার বেচাকেনা তাই আপনি একটি মুদ্রা কেনা মানে হচ্ছে অন্য একটি মুদ্রা বিক্রয় করা তাই আপনি যেকোনো pair তে ট্রেড করলে আপনি একটি মুদ্রা কিনছেন অন্য একটি মুদ্রা বিক্রয় করছেন।
Short-Selling Advantage
ফরেক্স মার্কেটে আপনি অনেক কম সময়ে ট্রেড করতে পারেন জেদিকে অন্য সব মার্কেটে আপনি ট্রেড করতে হলে কোন কিছু কিনলে তা adjust হতে দুই দিন সময় লাগে কিন্ত ফরেক্স মার্কেটে কোন সময় লাগে না সাথে সাথে adjust হয়ে যায় যার ফলে আপনি কোন ট্রেড করার পরপরই তা আবার ক্লোজ করে দিতে পারবেন তবে আমাদের মতে আপনি যেভাবেই ওপেন বা ক্লোজ করেন না কেন একজন রাইটার হিসাবে চাই আপনি লাভবান হন।
Low Transaction Costs
ফরেক্স মার্কেটে buy sell করার জন্য অনেক কম খরচ দিতে হয় কোন আলাদা ফী নাই যেখানে স্টকমার্কেট বা অন্যান্য মার্কেটে ট্রেড করলে আপনাকে ট্রেডের সাথে সাথে অন্যান্য অনেক ফি দিতে হয় সেখানে ফরেক্স এ কোন ফি দিতে হয় না। ফরেক্স এর ফি বলতে ফরেক্স ব্রোকার রা প্রতি ট্রেড এর সময় একটি spread নিয়ে থাকে যা ওদের একমাত্র ফি।
Low Minimum Account Opening
ফরেক্স মার্কেটের আরেকটি বড় সুবিধা হল অনেক কম টাকা দিয়ে আপনি ট্রেড ওপেন করতে পারবেন যেখানে ষ্টক মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে অনেক বেশি হাজার হাজার টাকা invest করতে হবে আর ফরেক্স মার্কেটে ১ ডলার দিয়েই ট্রেড করা যায় কারন আপনি ফরেক্স মার্কেটে অনেক বেশি leverage নিতে পারবেন যেখানে অন্য কর মার্কেটে পাবেন না
Flexible Leverage and Lot Sizes
স্টক মার্কেট এ আপনি অনেক বেশি deposit করে than অনেক condition দিয়ে আপনাকে লোণ বা leverage দেওয়া হবে এবং টার উপর conditional lots ওপেন করতে হবে সেই দিক থেকে ফরেক্স এ আপনি অনেক leverage নিতে পারবেন এবং আপনি অনেক কম condition তে ট্রেড ওপেন করতে পারবেন যা condition বলতে শুধু agreement ই বলতে পারেন।
No comments:
Post a Comment