Saturday, October 11, 2014
Advantage of Forex Trading
Larger Size & Liquidity Advantage
ফরেক্স মার্কেটে অন্যান্য সব মার্কেটে থেকে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যায়। যেমন সব সময় liquidity আছে। এবং এই মুহূর্তে ৬ trillion এর ও বেশি পরিমান ভলিউম ট্রেড হয়ে থাকে। যেখানে স্টক মার্কেট থেকে বলতে গেলে সবচেয়ে বড় স্টক মার্কেট থেকেও ১০০ গুন বড়। ফরেক্স মার্কেটের সবচেয়ে বেশি তিনটি advantage নিচে দেওয়া হলঃ
Who Trade at Forex Market
গঠন অনুসারে বলতে গেলে স্টক মার্কেট একটা কেন্দ্রাইয়ত মার্কেট। স্টক মার্কেট এর সব লেনদেন এবং স্টক ক্রয় বিক্রয় কেন্দ্রিয় মার্কেট দ্বারা পরিচালিত হয়ে থাকে।স্টক মার্কেট এ অনেক গুলো ব্রোকার থাকে যা দিয়ে আপনি ট্রেড করতে পারেন। নিচে স্টক মার্কেটের গঠন প্রণালীর একটা ছবি দেওয়া হল।
What is Forex/ফরেক্স কি
Forex হচ্ছে the foreign exchange market, কেউ কেউ বা FX অথবা currency market বলে থাকে । মনে করেন আপনি এক দেশ থেকে অন্য দেশ এ ঘুরতে গেলেন তখন আপনার টাকা কিংবা ডলার এর বিপরীত এ ঐ দেশের মুদ্রা কিনতে হয় , আবার যখন ফিরে আসেন তখন অবশিষ্ট মুদ্রা থাকলে টাকা তে convert করে পেলেন আর এটাই ফরেক্স ট্রেডিং। এর দেশ এর মদ্রা এর সাথে অন্য দেশ এর মুদ্রা বেচা-কেনাই হল ফরেক্স ট্রেডিং। এটা হতে পারে USD-BDT অথবা USD-EUR । এটা নির্ভর করবে আপনার পছন্দের ওপর।
Subscribe to:
Posts (Atom)